বার্তা৭১ ডটকমঃ ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) ডেভেলপমেন্ট প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক। মঙ্গলবার আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক বৈঠকে ২১ হাজার ৯৮৫ কোটি টাকার এ প্রকল্প অনুমোদন হয়।
এমআরটি উন্নয়ন প্রকল্প মেট্রোরেল প্রকল্প নামে পরিচিত, যা উত্তরা থেকে শুরু হয়ে মিরপুর-ফার্মগেট হয়ে মতিঝিল পর্যন্ত যাবে। মেট্রোরেলের ৩টি প্রকল্পের মধ্যে এটিই প্রথম প্রকল্প।
পরিকল্পনা কমিশনের সদস্য আব্দুল মান্নান হাওলাদার সাংবাদিকদের জানান, জাপানি সহায়তায় এ প্রকল্প বাস্তবায়িত হবে। জাইকা দেবে ১৬ হাজার ৫৯৫ কোটি টাকা। বাকি ৫ হাজার ৩৯০ কোটি টাকা সরকার স্থানীয়ভাবে জোগান দেবে।
২০ দশমিক ১০ কিলোমিটার এ পথটি উত্তরার ৩ নম্বর সেক্টর থেকে শুরু হয়ে সংসদ ভবনের পাশ দিয়ে খামারবাড়ি হয়ে ফার্মগেট দিয়ে মতিঝিলের বাংলাদেশ ব্যাংক পর্যন্ত যাবে।
এর রুটের কারণে সংসদ ভবনের মূল নকশায় কোনো ধরনের পরিবর্তন আসবে না বলেন মান্নান হাওলাদার।
সংসদ ভবনের পাশে সড়ক ভবনের জমি রয়েছে, তার ওপর দিয়ে এটা যাবে। এতে লুই কানের মূল নকশায় কোনো প্রভাব ফেলবে না।