বার্তা৭১ ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: মোঃ রেজোয়ানুর রহমান: আজ বেলা ১১ টা ৩০ মিনিটে বরিশাল টাউন হল এর সামনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রজুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী পরিষদের উদ্যোগে সাধারন শিক্ষার্থী ও কর্মকর্তাদের অংশগ্রহনে ভিসির অপসারনের জন্য এক মানবন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। মানববন্ধন অনুষ্ঠানে বক্তৃতা রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রজুক্তি বিশবিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতী কামরুজ্জান সোহাগ, সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহকারি অধ্যাপক সন্তোষ কুমার বসু এবং কর্মকর্তা ও কর্মচারী পরিষদের বিভিন্ন নেতারা । এর আগে ভিসি ডঃ সৈয়দ সাখাওয়াত হোসেন এর বিরুদ্ধে বাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে ।২০০৮ সালে নিয়োগ পাবার পর থেকে ভিসি তার আস্থাভাজন রেজিস্টার মোঃ নওয়াব আলী ও পিএস আসাদুজ্জামান মুন্না এর মাদ্ধমে বিভিন্ন অনৈতিক ও দুর্নীতি কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন বলে জানা যায় । তিনি তার আস্থাভাজন দের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন । এদের মধ্যে পিএস আসাদুজ্জামান মুন্নার স্ত্রী আস্মাউল হুসনা , প্রভাষক স্রিমতি মিসেস অলি রায় চৌধুরী, কানিজ ফাতেমা শুমি (আকুয়ালচার), মিজানুর রহমান (ফিসারিজ টেকনোলোজি) , শারমিন সুরাইয়া সহ আর অনেকে । এদের অনেকের কাছ থেকে পিএস ও রেজিস্টার ২ থকে ৩ লাখ করে টাকা নিয়েছেন । প্রথমে এদের খন্দকালিন নিয়োগ দিয়ে পরবর্তীতে স্থায়ী ভাবে চাকরীতে বহাল রেখেছেন। এছারাও কম্যুনিস্ট ও জামাত পন্থি অযোগ্য বাক্তিদের বিভিন্ন গুরত্তপূর্ণ দায়ীত্তে নিয়োগ দিয়েছেন বলে জানা যায় । মানববন্ধন কারিরা সরকারের প্রতি তাদের দাবী পেশ করেছেন অবিলম্বে ভিসিকে অপসারন করে নতুন ভিসি নিয়োগ দেয়া হোক । দাবী মানা না হলে কঠোর কর্মসূচী দেবেন বলে জানিয়েছেন মানববন্ধনকারিরা ।