ঢাকা, ২৮ ডিসেম্বর ,বার্তা৭১ ডটকমঃ যুদ্ধাপরাধীদের বিচার কাজ বন্ধ করার কথা কেউ বলেনি বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।তুরস্কের প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারের কাছে চিঠি দিয়ে গোলাম আযমের ফাঁসি বন্ধ করার আহ্বান জানিয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
শুক্রবার রাজধানীর জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে বাংলাদেশ তায়কোয়ানডো আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের দীপু মনি বলেন, তুরস্কের চিঠির বিষয়ে যদি আমাকে কথা বলতে হয় তাহলে আমি আমার অফিসে বলবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি ইয়ুন ইয়ং ও তায়কোয়ানডো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল , সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা প্রমুখ।