ঢাকা, ৩১ ডিসেম্বর: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে আওয়ামী-বাম সমর্থিত নীলদল জয়লাভ করেছে। ২০১৩ কার্যকরী পরিষদের নির্বাচনে ১৫ টি পদের মধ্যে আট টি পদ পেয়েছে তারা। সোমবার বিকাল পাঁচটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শরিফ উল্লাহ ভূঁইয়া।
সকাল ১০ টা থেকে বিকাল দুইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি-জামায়াত সমর্থিত সাদাদল গতনির্বাচনে মাত্র চারটি পদে জয়ী হলেও এবছর দুটি গুরুত্বপূর্ণ পদসহ তারা সাত টিতে জয় পেয়েছে।
সভাপতি পদে নীলদল থেকে জয়ী হয়েছেন অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। তিনি পেয়েছেন ৭০৪ ভোট। তার নিকটতম সাদাদলের প্রতিদ্বন্দ্বী ড. তাজমেরী এসএ ইসলাম পেয়েছে ৫৮৫ ভোট।
সাধারণ সম্পাদক পদে সাদাদল থেকে জয়ী প্রার্থী প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মামুন আহমেদ পেয়েছেন ৬৫২ ভোট। নীলদলের প্রার্থী দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল পেয়েছেন ৬২২ ভোট।
সহ-সভাপতি পদে সাদাদলের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো: আখতার হোসেন খান পেয়েছেন ৬৩৮ ভোট। অন্যদিকে নীলদলের প্রার্থী রসায়ন বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: আব্দুল আজিজ পেয়েছেন ৬১৮ ভোট।
কোষাধ্যক্ষ পদে নীলদল থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের অধ্যাপক ড. হাসিবুর রশীদ পেয়েছেন ৬৯০ ভোট। অন্যদিকে সাদাদলের প্রার্থী ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের অধ্যাপক আলী আহসান পেয়েছেন ৫৫৯ ভোট।
যুগ্ম সাধারণ পদে নীলদল থেকে সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহা. জিয়াউর রহমান পেয়েছেন ৭০২ ভোট। সাদাদলের প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৬৬ ভোট।
১০ সদস্য বিশিষ্ট সদস্য পদে জয়ী প্রার্থীরা হলেন, নীলদলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আখতারুজ্জামান পেয়েছেন ৭৮২, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. আবুল বারকাত পেয়েছেন ৭৩০ ভোট, সাদাদলের পরিসংখ্যান, প্রাণপরিসংখ্যান ও তথ্য বিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. লুৎফর রহমান পেয়েছেন ৭১৪ ভোট, কলা অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. সদরুল আমিন পেয়েছেন ৭০৩ ভোট, ক্লিনিক্যাল ফামের্সি ও ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. আবুল হাসনাত পেয়েছে ৬৭৪ ভোট, পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.এ বি এম ওবায়দুল ইসলাম পেয়েছেন ৬৭৩ ভোট, নীলদরের প্রার্থী অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান পেয়েছেন ৬৫৪ ভোট, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট ও ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. এ বি এম ফারুক পেয়েছেন ৬৫২ ভোট, সাদাদল থেকে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. লায়লা নুর ইসলাম পেয়েছেন ৬১৯ ভোট, নীলদলের প্রার্থী ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী পেয়েছেন ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনার জানান, নির্বাচনে মোট ভোটার ছিল এক হাজার ৫৯১ ভোট। তবে ভোট দিয়েছেন একহাজার ৩২১ জন। শান্তিপূর্ণভাবে সকাল থেকেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি জানান।