বার্তা৭১ ডটকমঃ শপথ না নিয়েও আগামী বৃহস্পতিবার নতুন মেয়াদে দায়িত্ব নিতে পারবেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ। শনিবার বিবিসি অনলাইনের খবরে ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়।
শ্যাভেজ ক্যানসারের চিকিৎসায় হাভানার একটি হাসপাতালে চিকিৎসাধীন। আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থা তার নেই।
এদিকে, শ্যাভেজ দেশে না থাকায় পার্লামেন্টের স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ৩০ দিনের মধ্যে নতুন করে নির্বাচনের আয়োজনের দাবি করছে বিরোধীদলীয় নেতাদের অনেকেই। তবে বিরোধীদের এই দাবি নাকচ করেছেন ভাইস প্রেসিডেন্ট মাদুরো। তিনি বলেছেন, শ্যাভেজ এখনো প্রেসিডেন্ট। জনগণকে বিভ্রান্ত করবেন না। বৃহস্পতিবারই শ্যাভেজের শপথ নিতে হবে এমন কোনো কথা নেই। অসুস্থতার কারণে তার আনুষ্ঠানিক শপথের বিষয়টি সুপ্রিম কোর্টে সমাধা হতে পারে। সুপ্রিম কোর্ট পরে কোনো একসময় শ্যাভেজকে শপথ পাঠ করাতে পারবেন।
২০১২ সালের অক্টোবরে শ্যাভেজ প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন।