বার্তা৭১ ডটকমঃ গ্রীসের ঋণ সহায়তা প্যাকেজের সময় শেষ হতে চলেছে মঙ্গলবার মধ্যরাতে। রবিবার জানা গেছে গ্রীসের বিপুল পরিমাণ ঋণ পরিশোধের জন্য সেদেশের ব্যাংকগুলোকে জরুরী অর্থ দেয়া বন্ধ করে দিতে যাচ্ছে ইউরোপিয়ান কেন্দ্রীয় ব্যাংক।
অন্যদিকে মঙ্গলবার মধ্যরাতের মধ্যে গ্রীসকে আইএমএফের ১৭০ কোটি ডলার ঋণ শোধ করতে হবে।
মনে করা হচ্ছে গ্রীস এই অর্থ দিতে না পারলে ঋণখেলাপী হয়ে যাবে, এবং তাদের ইউরোজোন থেকেও বেরিয়ে যেতে হতে পারে।
ইউরোজোনের অর্থমন্ত্রীরা বলছেন, গ্রীসের উচিত হবে সোমবার দিনটিকে ব্যাংক হলিডে বা ছুটির দিন হিসেবে ঘোষণা করা – যাতে অর্থখাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়।
সংকটের আশংকা ঘনীভূত হতে থাকায় গ্রীসের লোকজন ব্যাংক থেকে টাকা তুলে নিতে ক্যাশ মেশিনগুলোর সামনে ভিড় জমাচ্ছে।