বার্তা৭১ ডটকম: প্রায় সাড়ে তিন শতাংশ বেড়ে গত অর্থবছরে রপ্তানি আয় তিন হাজার ১২০ কোটি (৩১ দশমিক ২০ বিলিয়ন) ডলারে দাঁড়িয়েছে। তবে এই অংক লক্ষ্যমাত্রার চেয়ে ৬ দশমিক ৪১ শতাংশ কম।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান শুভাষীষ বসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সহিংস রাজনীতিসহ নানা বাধা-বিপত্তি সত্ত্বেও ২০১৪-১৫ অর্থবছরে আগের বছরের চেয়ে রপ্তানি খাতে আয় বেশি হয়েছে।
“তবে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি।”
লক্ষ্য অর্জিত না হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন ইপিবির ভাইস চেয়ারম্যান।
“পরিমাণে বেশি পণ্য রপ্তানি করেও আয় কম এসেছে। মূলত দুটি কারণে আয় কমেছে। একটি হচ্ছে- আমেরিকাসহ সব দেশের ক্রেতারা পণ্যের দাম কমিয়ে দিয়েছে। আর অন্যটি হচ্ছে- ইউরো এবং রুবলের দরপতনের কারণেও রপ্তানি আয় কম আসছে।”