বার্তা৭১ ডটকমঃ আফগানিস্তানে আইএসআইএলের সেকেন্ড-ইন কমান্ড নিহত হয়েছে। আফগান গোয়েন্দা কর্মকর্তারা এ খবর দিয়েছেন। দ্যা আফগান ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি বা এনডিএস জানিয়েছে, পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের আচিন জেলায় যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় সোমবার গুল জামান নামে আইএসআইএলের সেকেন্ড-ইন কমান্ড নিহত হয়। এলাকাটি পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত।
এনডিএসর মুখপাত্র হাসিব সিদ্দিকির বরাত দিয়ে বার্তা সংস্থা তোলোনিউজ বলেছে, ড্রোন হামলায় গুল জামানের সঙ্গে তার সহকারী জাহানইয়ার এবং আরো ৫ সন্ত্রাসী নিহত হয়। তার মৃত্যুর খবর আফগান নিরাপত্তা সংস্থার বিশেষ ইউনিটও নিশ্চিত করেছে।
গণমাধ্যমের খবর থেকে জানা যাচ্ছে, যুদ্ধ-বিধ্বস্ত আফগানিস্তানের কোনো কোনো এলাকায় আইএসআইএল সদস্য সংগ্রহের কাজ শুরু করেছে। এরই মধ্যে তালেবানরা আফগানিস্তানে যেকোনো ধরনের তৎপরতা চালানোর বিরুদ্ধে আইএসআইএলকে সতর্ক করে দিয়েছে।