পারস্পরিক মতভেদ দূর করতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি কক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন। বৈঠকে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দীপু মনি।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, স্বরাষ্ট্র সচিব সিকিউকে মোসতাক আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব এম. আসলাম আলম, জ্বালানি সচিব মো. মেসবাহউদ্দিন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিতাভ চক্রবর্তী, অথনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পবন চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) মুহাম্মদ আবদুল মুহিত এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি।
এছাড়া হিলারির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন- পররাষ্ট্র দপ্তরের সহকারী মন্ত্রী রবার্ট ব্লেক, ঢাকায় ওয়াশিংটনের রাষ্ট্রদূত ড্যান মজিনা, দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক কর্মকর্তা পুষ্পিন্দর ধিলন প্রমুখ।
এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ২ দিনের সফরে শনিবার বিকেলে ঢাকায় পৌঁছান।