বার্তা৭১ ডটকমঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদপত্রের অষ্টম ওয়েজ বোর্ড বাস্তবায়নে মালিক পক্ষকে নির্দেশ দিয়ে বলেছেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নে যারা ব্যর্থ হবে তাদের সরকারি সুযোগ-সুবিধা বন্ধ করে দেয়া হবে।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাংবাদিক সহায়তা ভাতা ও অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবার সারাদেশের ১৭৭ সংবাদকর্মী এবং তাদের পরিবারের সদস্যদের দেয়া হলো এই অনুদান। ২০১২ সাল থেকে এ পর্যন্ত ৬২৩ সংবাদকর্মীকে ৩ কোটি ৮০ লাখ টাকা ভাতা ও অনুদান দিলো সরকার।
প্রধানমন্ত্রী সমপ্রচার মাধ্যমগুলোর জন্য দ্রুত সমপ্রচার কমিশন গঠনের তাগিদ দেন এবং পত্রিকা ও টেলিভিশনের মালিক ব্যবসায়ী এবং দানশীল ব্যক্তিদের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফান্ডে অনুদান দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, ট্রাস্টের কার্যক্রম পরিচালনার সিড মানি বা মূল অর্থ দেয়া হবে সরকারের পক্ষ থেকে।
প্রধানমন্ত্রী বলেন, যারা ওয়েজ বোর্ডের সুপারিশ বাস্তবায়ন করেছে তাদের বিজ্ঞাপনের হার বাড়ানো হয়েছে। আর যারা বাস্তবায়ন করেনি তাদের বিষয়টি সরকার নিবিড়ভাবে মনিটর করছে। যারা এটি বাস্তবায়নে ব্যর্থ হবে তাদের সরকারি সুবিধাও আমরা সীমিত করে দেবো।
তিনি বলেন, সমপ্রচার কমিশন আইন প্রণয়ন করা হবে এবং যতো দ্রুত সম্ভব এই আইন প্রণয়নের কাজ সম্পন্ন হবে বলে আমি আশা করি।
প্রধানমন্ত্রী বলেন, সমপ্রচার নীতিমালা না হলে অনেকেই অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। আবার অনেকেই দায়িত্বশীল ভূমিকাও পালন করতে পারবেন না।
তিনি বলেন, গণমাধ্যমের কাছ থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যাশা করে সরকার। মত প্রকাশের সুযোগে অপসাংবাদিকতা চর্চা বন্ধ করতে সাংবাদিক সমাজকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।