বার্তা৭১ ডটকমঃ ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের নেতা হো চি মিনের সমাধি সৌধ এবং ভিয়েতনামের জাতীয় বীর ও শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত ‘ওয়্যার মেমোরিয়ালে’ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
স্থানীয় সময় রোববার বিকেলে রাষ্ট্রপতি ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দুই স্মৃতি সৌধে শ্রদ্ধা জানান। পরে রাষ্ট্রপতি হো চি মিন স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন।
১৯৫৫ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলা ভিয়েতনাম যুদ্ধের শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে হ্যানয়ের ‘বা দিন স্কয়ারে’ ১৯৯৩ সালে ‘ওয়্যার মেমোরিয়াল’ প্রতিষ্ঠিত হয়। প্রথাগত ভিয়েতনামী স্থাপত্যকলায় তৈরি করা হয়েছে এই স্মৃতিসৌধ।
কয়েক দশক ধরে চলা ভিয়েতনাম যুদ্ধে অন্তত ৩০ লাখ ভিয়েতনামী এবং ৫৮ হাজার মার্কিন সেনা নিহত হন। যুদ্ধ শেষে দুই উত্তর-দক্ষিণ মিলে আবার এক ভিয়েতনামে পরিণত হয়।
১৯৭৫ সালের ৩০ এপ্রিল উত্তর ভিয়েতনামের সেনাদের হাতে তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের রাজধানী সায়গনের পতন হয়।
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে হো চি মিন স্মৃতি জাদুঘরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে হো চি মিন স্মৃতি জাদুঘরে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মৃতিসৌধ দুটিতে আবদুল হামিদ পৌঁছালে সশস্ত্র বাহিনীর বাদক দল যন্ত্র সংগীতের তালে তাকে স্বাগত জানান। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি।
ভিয়েতনামের ‘বাক হো’ (জাতির জনক) হো চি মিনের জন্ম ১৮৯০ সালের ১৯ মে । ১৯৬৯ সালের ২ সেপ্টেম্বর ৭৯ বছর বয়সে মারা যান ‘আংকেল হো’ বলে পরিচিত এই নেতা।
১৯৪৫ সালের ২২ সেপ্টেম্বর যে জায়গায় দাঁড়িয়ে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিলেন বিপ্লবী নেতা হো চি মিন সেখানেই তার সমাধি সৌধ তৈরি করা হয়। সমাধিসৌধে কেন্দ্রীয় এক শীতল হলে কাঁচের বাক্সে তার দেহ সংরক্ষণ করা হয়।
১৯৭৩ সালের ২ সেপ্টেম্বর এই সমাধি সৌধের নির্মাণ কাজ শুরু হয়। উদ্বোধন করা হয় ১৯৭৫ সালের ২৯ অগাস্ট।
হো চি মিন স্মৃতি জাদুঘরে রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রাম, হো চি মিনের জীবন ও দর্শন, ভিয়েতনামের ঐতিহ্যের বিভিন্ন প্রদর্শনী ঘুরে দেখেন।
জাদুঘরের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন আবদুল হামিদ। তিনি লেখেন,“কিংবদন্তী বিপ্লবী নেতা হো চি মিনের সমাধি পরিদর্শন আমার জন্য বিশাল সম্মানের। ভিয়েতনামের গৌরবান্বিত স্বাধীনতা সংগ্রাম মহান এই নেতার নেতৃত্বে পরিচালিত হয়েছিল। আমি ভিয়েতনামের উন্নত ভভিষ্যত ও সমৃদ্ধি কামনা করছি, যা তার (হো চি মিন) ভাবনার মূলে ছিল।”
ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের আমন্ত্রণে চারদিনের রাষ্ট্রীয় সফরে রোববার দুপুরে হ্যানয় পৌঁছান আবদুল হামিদ।
সোমবার ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রুং তান সাংয়ের সঙ্গে আবদুল হামিদের বৈঠকের কর্মসূচি রয়েছে। আবদুল হামিদকে ওই দিন গার্ড অব অনার দেওয়া হবে।
একইদিন আবদুল হামিদ ট্রুং তান সাংয়ের দেওয়া নৈশ ভোজেও অংশ নেবেন।
ওই দিন ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন তান দুংয়ের সঙ্গেও বৈঠক করবেন তিনি। ভিয়েতনামের পার্লামেন্টও পরিদর্শন করবেন বাংলাদেশের সাবেক স্পিকার আবদুল হামিদ।
ভিয়েতনামের ন্যাশনাল এসেম্বলি হাউজের চেয়ারম্যান নগুয়েন সিন হাংয়ের সঙ্গে আবদুল হামিদের সাক্ষাতের কর্মসূচি রয়েছে।
ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক, হো-চি-মিন সিটি কমিউনিস্ট পার্টির চেয়ারম্যানের সঙ্গে আবদুল হামিদের বেঠক হওয়ার কথা রয়েছে।