গ্রামীণ ব্যাংক নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের বক্তব্যের কড়া সমালোচনা করলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে এক বৈঠকের সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত বলেন, গ্রামীণ ব্যাংক নিয়ে সরকারের আগে যে অবস্থান ছিল, এখনো সে অবস্থানই আছে। এ ব্যাংকের কোনো কর্মকাণ্ডে সরকার কখনো হস্তক্ষেপ করেনি, এখনো করছে না। এটি সরকারের তৈরি করা একটি প্রতিষ্ঠান।
ড. ইউনূস প্রসঙ্গে তিনি বলেন- ইউনূস সাহেব যে এতদূর যেতে পেরেছেন, তা সরকারের কারণেই। এটা সরকারি ব্যাংক না হলে সেটা সম্ভব ছিল না। তিনি মন্তব্য করেন, প্রায় এক বছর ধরে ড. ইউনূস গ্রামীণ ব্যাংকে নেই। কিন্তু তাকে ছাড়াই ব্যাংকের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
ঢাকা সফরে এসে রোববার এক অনুষ্ঠানে হিলারি ক্লিনটন বলেন, গ্রামীণ ব্যাংকে ইউনূসের পদ নিয়ে বিরোধের বিষয়টি তিনি ওয়াশিংটন থেকে লক্ষ্য করেছেন। তিনি আশা করেন, সরকার এমন কিছু করবে না যাতে গ্রামীণ ব্যাংকের উন্নতি বাধাগ্রস্ত হয়। এরপর মঙ্গলবার মুহিত এ মন্তব্য করলেন। এর আগে গত বছরের ২ মার্চ গ্রামীণ ব্যাংকের পদ থেকে ইউনূসকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। ইউনূস এর বিরুদ্ধে আইনি লড়াইয়ে গেলেও উচ্চ আদালতের রায় তার বিপক্ষে যায়।