বার্তা৭১ ডটকমঃ
কিউবার বিপ্লবী নেতা এবং সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার মৃত্যুর সংবাদ জানার পরপরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং জানায়, শোক বার্তায় প্রধানমন্ত্রী ফিদেল কাস্ত্রোর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। একই সাথে কিউবার জনগণ ও সরকারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন কিউবার এই কমিউনিস্ট নেতা। তার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিলো ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
স্থানীয় সময় শুক্রবার রাতে হাভানায় মারা যান ফিদেল কাস্ত্রোর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। কাস্ত্রো প্রায় অর্ধশতক ধরে একদলীয় রাষ্ট্র হিসেবে কিউবা শাসন করেন। ২০০৮ সালে তিনি তার ভাই রাউল ক্যাস্ট্রোর কাছে ক্ষমতা হস্তান্তর করেন।