বার্তা৭১ ডটকমঃ
৬ষ্ঠ কলকাতা আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবে ইমপ্রেস টেলিফিল্মের ৪টি চলচ্চিত্র প্রদর্শিত হতে যাচ্ছে।
ভারতের পশ্চিমবঙ্গ সরকারের শিশু কিশোর একাডেমির উদ্যোগে আগামী ২৪-৩১ ডিসেম্বর ২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উৎসব।
উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ফরিদুর রেজা সাগরের কাহিনী নিয়ে নির্মিত ছোটকাকু সিরিজের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘কক্সবাজারে কাকাতুয়া’, ‘লেট করে সিলেটে’ও ‘রাতবিরাতে সাতক্ষীরাতে’। এ তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন আফজাল হোসেন। আর রাবেয়া খাতুনের উপন্যাস নিয়ে তাহের শিপন নির্মাণ করেছেন ছোটদের মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘একাত্তরের নিশান’। এবারের উৎসবে শিশুনির্মাতা ও শিশু কিশোরদের উপর নির্মিত সারাবিশ্বের প্রায় ৩০০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।