বার্তা৭১ ডটকমঃ
পৃথিবীর উচ্চতম ম্যারাথন রেসে অংশ নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ ইমতিয়াজ আলম। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন ওই শিক্ষার্থী।
মোহাম্মদ ইমতিয়াজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। মাদকমুক্ত সুস্থ তরুণ সমাজ গঠনের লক্ষে ভারতের হিমাচল প্রদেশে একটি পর্বত অভিযান এবং একটি ম্যারাথনে তিনি অংশ গ্রহণ করতে যাচ্ছেন।
চব্বিশ দিনের এই অভিযানে তিনি মাউন্ট স্টক কাংরি (২০,১৮৭ ফুট) পর্বতের চূড়া স্পর্শ করবেন এবং সমুদ্র পৃষ্ঠ থেকে ১১,০০০ ফুট উচুতে পৃথিবীর উচ্চতম ম্যারাথন ‘লাদাখ ম্যারাথনে’ ৪২.২ কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্র হণের কথা রয়েছে তার।