গতকাল দুপুরের ঘটনা। অভিনয়শিল্পী-নির্মাতা জাহিদ হাসানের মুঠোফোনে এক তরুণ ফোন করে জানান, অর্থের বিনিময়ে অভিনয়ের সুযোগ দেওয়া হবে বলে একটি বার্তা দেওয়া হয়েছে ফেসবুকে। জাহিদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এমন বার্তা দেওয়া হয়। এ তথ্য শুনে বিমর্ষ হয়ে পড়েন তিনি। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তন্ময় রায় চৌধুরী নামের এক ব্যক্তি অনুপ্রবেশ করে জাহিদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন জনকে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেন, বিনিময়ে পাঁচ হাজার টাকা করে দিতে হবে বলে শর্তারোপ করেন। এ প্রসঙ্গে জাহিদ বলেন, ‘ফেসবুকে অনুপ্রবেশ আর আমার নামে অন্যজনের অ্যাকাউন্ট খোলার কারণে প্রতারণার ফাঁদে পড়ছেন অনেকে। এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়ার জন্য আমার ভক্তকুলকে অনুরোধ করছি। আমি অর্থের বিনিময়ে কাউকে অভিনয়ের সুযোগ দিই না।’