বার্তা৭১ডটকম (১৫ মে ২০১২) : আইন প্রতিমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপির আল্টিমেটামের জবাবে বলেছেন, আপনাদের সমস্ত আল্টিমেটাম আমাদের দেখা আছে। বাটি চালান দিয়ে জোটের একটি দল ছাড়া অন্যদের খুঁজেও পাওয়া যাবে না।
তিনি বলেন, বাঁকাপথ ছেড়ে সোজা পথে আসুন। তত্ত্বাবধায়ক প্রসঙ্গে কোন ফর্মূলা থাকলে তা সংসদে এসে উপস্থাপন করুন।
উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক অনুষ্ঠানে বলেছিলেন, ৯০ দিনের আলিমেটামের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করুন।
কামরুল ইসলাম মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত ‘যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত কার্যকর করা ও বিএনপি জামাতের দেশবিরোধী কর্মকান্ড’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, আমি জোর দিয়ে বলতে পারি বিএনপি যে ১৮ দল নিয়ে জোট গঠন করেছেন ফখরুল সেই দলের সব নেতার নাম বলতে পারবেন না। তারা আবার সেই জোট নিয়ে আন্দোলনের হুমকি দেন।
বিরোধী দলের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আন্দোলন হরতাল করা তাদের গণতান্ত্রিক অধিকার রয়েছে। তবে আন্দোলনের নামে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা ও বোমা হামলা করার চেষ্টা হলে সরকার বসে থাকতে পারে না।
‘৪২ বছরেও আর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না’ খালেদা জিয়ার এ বক্তব্যের জবাবে কামরুল ইসলাম বলেন, ক্ষমতার মালিক এ দেশের জনগণ, খালেদা জিয়া নন। আগামীতে জনগণেই নির্ধারণ করবে কারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, কৃষক লীগের সহ-সভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক এমএ করিম প্রমুখ বক্তব্য রাখেন।