বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে ঢাকা সফরে এসেছেন ভারতের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ সাহারা ইন্ডিয়া পরিবারের কর্ণধার সুব্রত রায় সাহারা।
মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় শাহজালাল বিমানবন্দরে সাহারা চেয়ারম্যানকে স্বাগত জানান সরকারদলীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
বাংলাদেশে প্রথম সফরে সুব্রত রায়ের সঙ্গে তার স্ত্রী স্বপ্না রায়ও রয়েছেন। তারা উঠেছেন হোটেল রূপসী বাংলায়।
তিন দিনের সফরে সাহারা চেয়ারম্যানের সঙ্গে প্রতিষ্ঠানের ২০ সদস্যের একটি দলও এসেছে।
বাংলাদেশে সাহারা গ্রুপের জনসংযোগ কার্যালয় জানিয়েছে, সফরে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ব্যবসায়ী নেতা এবং রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করবেন সুব্রত রায়। এর বিষয়বস্তু হবে বাংলাদেশে সাহারা গ্রুপের সম্ভাব্য বিনিয়োগ।
বাংলাদেশের আবাসন প্রকল্পে বিপুল পরিমাণে বিনিয়োগ করতে আগ্রহী সুব্রত রায়, যার আদি বাড়ি ঢাকার বিক্রমপুরে। এই সফরে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন তিনি।
এর আগে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছিল, ঢাকার কাছে পাঁচটি উপশহর গড়ে তোলার জন্য ৮০ হাজার কোটি রুপি বিনিয়োগের প্রাথমিক পরিকল্পনা চূড়ান্ত করেছে সাহারা পরিবার।
বাংলাদেশে বিনিয়োগ করা নিয়ে সাহারা গ্রুপের প্রতিনিধি ও বিনিয়োগ বোর্ডের কর্মকর্তাদের মধ্যে এরই মধ্যে কয়েক দফা বৈঠক হয়েছে।
সুব্রত রায় সাহারা ১৯৭৮ সালে সাহারা ইন্ডিয়া পরিবার প্রতিষ্ঠা করেন। মহারাষ্ট্রে অ্যাম্বি ভ্যালি নামের আবাসন প্রকল্প গড়ে তুলে সুনাম অর্জন করে সাহারা।
আবাসন প্রকল্প দিয়ে শুরু হলেও এখন অর্থনৈতিক সেবা, জীবন বীমা, মিউচুয়াল ফান্ড, আবাসিক খাতে অর্থ যোগান, অবকাঠামো, সংবাদপত্র ও টেলিভিশন, বিনোদন, চলচ্চিত্র প্রযোজনা, স্বাস্থ্যসেবা, পণ্য উৎপাদন, ক্রীড়া এবং তথ্য প্রযুক্তি খাতে সাহারার ব্যবসা ছড়িয়ে আছে।
আইপিএলের দল পুনে ওয়ারিয়র্সের মালিক সাহারা পরিবার, যে দলে বাংলাদেশের তামিম ইকবালও সদস্য।