ঢাকায় সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী গুইডো ভেস্টারভেলে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, “বাংলাদেশে আরো বিনিয়োগ করার ইচ্ছা রয়েছে জার্মানির। তবে দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন।”
শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় বাংলাদেশ ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ভেস্টারভেল বলেন, “আমি এখানে কিছু শেখাতে (লেসন) আসিনি।” তবে তিনি জানান, বাংলাদেশে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু নির্বাচন দেখতে চায় জার্মানি।
এর আগে শনিবার সকালে একদিনের সফরে ঢাকা পৌঁছান ড. গুইডো ভেস্টারভেলে। জার্মানির নিজস্ব একটি বিমানে করে অর্ধশত প্রতিনিধিসহ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে উইলিকে অভ্যর্থনা জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। এরপর তাকে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় নিয়ে যাওয়া হয়।
দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ বাংলাদেশ ও জার্মানির কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপন বিষয়ে দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে কথা হয়।