জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভিসি প্যানেল নির্বাচনে সাবেক উপাচার্য শরীফ এনামুল কবিরের প্যানেল জয়ী হয়েছে।
আজ বেলা সোয়া ১টায় বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ৯২ জন সিনেট সদস্যের মধ্যে ৬৫ জন তিনজনের উপাচার্য প্যানেল নির্বাচনের জন্য ভোট দিয়েছেন।
৬৮ জন সিনেট সদস্যের ভোটের মধ্যে অধ্যাপক ড. শরীফ এনামুল কবির ৫০ পেয়ে প্রথম, অধ্যাপক ড. নূরুল আলম পেয়েছেন ৩৫ ভোট পেয়ে দ্বিতীয় এবং অধ্যাপক ড. আনোয়ার হোসেন ৩৫ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এছাড়া অধ্যাপক আফসার আহমেদ ১৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
দ্বিতীয় এবং তৃতীয় প্রার্থী সমপরিমাণ ভোট পাওয়ায় লটারির মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।
এদিকে নির্বাচন বর্জন করে আন্দোলনকারী শিক্ষকেরা অধ্যাপক ড. আনোয়ার হোসেনকে টিক্কা খান উপাধি দিয়েছেন।
এ প্রসঙ্গে আন্দোলনকারী শিক্ষক পরিষদের যুগ্ম আহববায়ক অধ্যাপক ড. হানিফ আলী বার্তা ৭১ডটকমকে বলেন, ‘‘শরীফ এনামুল কবিরকে জেতাতেইতো টিক্কা খানের (অধ্যাপক ড. আনোয়ার হোসেন) এত কিছু করা। পাতানো নির্বাচনে তিনি অংশ নেয়া নাটক মাত্র। টিক্কা খানের অন্যায়ের কাছে ন্যায়ের পরাজয় হয়েইতো নির্বাচন। অবৈধ, পাতানো এই নির্বাচন আমরা মেনে নেবো না।’’
সে অনুযায়ী সকালে সিনেট ভবন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাপক পুলিশি নিরাপত্তা নেওয়া হয়। তবে এক পর্যায়ে সিনেট সদস্য সদরুল আলম হারুন পুলিশি পাহারার প্রতিবাদ জানালে প্রশাসনিক ভবনের সামনে থেকে সরে গিয়ে কিছুটা দূরে অবস্থান নেন পুলিশ সদস্যরা।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ে সাড়ে চার শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।
উল্লেখ্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আট বছর পর আবার ভিসি প্যানেল নির্বাচন হলো। যদিও নির্বাচনের প্রাণ সিনেটরদের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। তবুও ৭৩ এর অধ্যাদেশ অনুযায়ী ভিসি প্যানেল নির্বাচন অনুষ্ঠানকে অনেকেই ইতিবাচক ভাবে নিয়েছে।