বরিশাল
বার্তা ৭১ ডট কমঃ বরিশাল জেলার অভ্যন্তরীণ ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। শনিবার ভোর থেকে স্থানীয় বাস মালিক সমিতির ডাকে এই ধর্মঘট চলছে।
নসিমন, করিমন, আলফা টেম্পো চলাচল বন্ধের দাবিতে এই ধর্মঘট ডাক দেওয়া হয়েছে বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছে বরিশাল বাস মালিক সমিতি।
বরিশাল বাস মালিক সমিতি ও সড়ক পরিবহন সমিতির নেতারা শুক্রবার বিকালে এক সভায় এ ধর্মঘটের সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুযায়ী শনিবার ভোর থেকে এখানকার বরিশাল-ভূরঘাটা, বরিশাল-আগৈলঝাড়া, বরিশাল-উজিরপুর, বরিশাল-বানারীপাড়া, বরিশাল-হিজলা-মুলাদী, বাবুগঞ্জ, বাকেরগঞ্জসহ ১১ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ থাকবে বলে জানান বাস মালিক ও সড়ক পরিবহন ইউনিয়নের নেতারা।
বরিশাল বাস মালিক সমিতি নেতারা জানান, আলফা মাহিন্দ্রা-টেম্পো-নসিমন-করিমনসহ বিভিন্ন ধরনের অবৈধ যানবাহন বরিশালের অভ্যন্তরীণ রুটে চলাচল বন্ধের দাবি জানিয়ে আসছেন বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনের নেতারা।
কিন্তু প্রশাসন তাদের দাবি পূরণের আশ্বাস দিয়েও তা বন্ধ করেনি। আর এ কারণেই বাধ্য হয়ে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হয়েছে বলে জানান নেতারা।