বার্তা ৭১ ডট কমঃ সাঁতারেই এসেছে অস্ট্রেলিয়ার প্রথম সোনা। ৪x১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ৩.৩৩.৭৬ সেকেন্ডের অলিম্পিক রেকর্ড ভেঙ্গে দেশকে সোনা এনে দিয়েছেন অস্ট্রেলিয়ার মহিলা সাঁতারুরা।
৩.৩৩.১৫ সেকেন্ড সময় নিয়ে সবার আগে সাঁতার শেষ করেছেন এলিসিয়া কোটস, কেট ক্যাম্পবেল, ব্রিটানি এলমসলি ও মেলানি স্কলানগার।
৩.৩৩.৭৯ সেকেন্ড সময় নিয়ে নেদারল্যান্ডস রোপ্য ও ৩.৩৪.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র।
শনিবার ১২টি সোনার মধ্যে চীন চারটি, ইতালি দুটি, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কাজাখস্থান, দক্ষিণ কোরিয়া ও ব্রাজিল একটি করে জিতেছে।