খুলনার অভিষেক টেস্টে পঞ্চম ও শেষ দিনের প্রথম সেশনেই বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতল অতিথিরা।
টেস্টে এ নিয়ে তৃতীয়বার ১০ উইকেট হারল বাংলাদেশ।
৩০ নভেম্বর থেকে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ।
বাংলাদেশকে হারাতে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল মাত্র ২৭ রান।
মধ্যাহ্ন-বিরতির আগেই ৪ ওভার ৪ বলে অতিথিদের জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। সহজ এই লক্ষ্যে কোনো উইকেট না হারিয়েই পৌঁছে যায় ক্যারিবীয় দল। দলের জয় নিশ্চিত করে ক্রিস গেইল ২০ ও কাইরন পাওয়েল ৯ রানে অপরাজিত ছিলেন।
এর আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ২৮৭ রানে।
গতকাল টেস্টের চতুর্থ দিনের খেলার পরই স্পষ্ট হয়, খুলনায় হারতে চলেছে বাংলাদেশ। প্রশ্ন ছিল, বাংলাদেশ ইনিংস হার এড়াতে পারে কি না। সেই চ্যালেঞ্জে উতরে যায় মুশফিকুর রহিমের দল। ইনিংস হার এড়াতে আজ বাংলাদেশের প্রয়োজন ছিল ৩৫ রান। নাসির হোসেনের ব্যাটিং নৈপুণ্যে বেশ সহজেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
গতকাল সাকিব আল হাসান যে আক্ষেপে পুড়েছিলেন, আজ সেই একই আক্ষেপে পুড়লেন নাসির হোসেন। সাকিব মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি পাননি, নাসির পেলেন না ৬ রানের জন্য। বাংলাদেশের ইনিংস হার এড়ানো নিশ্চিত করে ব্যক্তিগত ৯৪ রানে টিনো বেস্টের বলে বোল্ড হন নাসির।
বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম,দলের ব্যাটসম্যানদের প্রতি আহ্বান জানিয়েছেন ।উইকেটে টিকে থেকে কীভাবে ইনিংস গড়তে হয় তা ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ণ চন্দরপলের কাছ থেকে শিখার জন্য । বাংলাদেশের বিপক্ষে দুটো টেস্টেই শতক করেন চন্দরপল।
মুশফিক আরও জানান “কয়েকবার নব্বইয়ের ঘরে গিয়ে আমাদের ব্যাটসম্যানরা আউট হলেও আমি মনে করি সব সময় নিজের স্বাভাবিক খেলাটাই খেলে যাওয়া উচিৎ। তবে দলের অবস্থানের ওপর নির্ভর করেও পরিকল্পনা করা উচিৎ”
অধিনায়ক জানান: বাংলাদেশ দল তার সেরা খেলোয়াড় (সাকিব) কে পাচ্ছে না প্রথম দুই ওয়ানডেতে । বিশ্রামে থাকবেন বাঁহাতি এই অলরাউন্ডার। সাকিবকে ঝুঁকির মুখে ঠেলে দিতে চান না,‘সে (সাকিব) আমাদের সেরা খেলোয়াড়। তার অভাব তো থাকবেই। একই সঙ্গে আমরা চাই না তার কোন ক্ষতি হোক। ফিট থাকলে ঢাকায় সে খেলবে।
শিন বোনে বেশ আগে থেকেই ব্যাথাটা টের পাচ্ছিলেন সাকিব আল হাসান। শনিবার ব্যাটিংয়ের সময় ব্যাথাটা হচ্ছিলো বেশি । খেলা শেষ করে খুলনার স্থানীয় হাসপাতালে যেতে হয় এমআরআই করাতে। রিপোর্টে ‘বোন স্ট্রেস’ ধরা পড়ে। এরপরই সিদ্ধান্ত হয় খুলনার প্রথম দুটি ওয়ানডেতে তাকে খেলানো হবে না।
টানা ক্রিকেট খেলার অতিরিক্ত পরিশ্রমের চাপ থেকে সিন বোনে ব্যাথা। এখন সেটা বেড়ে যাওয়ায় বিশ্রামের প্রয়োজন। সবকিছু বিবেচনা করে বিসিবি চিকিৎসক এবং ফিজিও’র পরামর্শে তাকে বিশ্রামও দেওয়া হয়েছে। সাকিব তার চোট সম্পর্কে বলছিলেন,‘অনেক দিন ধরে ব্যাথাটা হচ্ছিলো। এতদিন খুব একটা গুরুত্ব দেইনি। কিন্তু এই টেস্ট খেলার সময় ব্যাথাটা বেশি হচ্ছিলো।’
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৩৮৭ ও ২৮৭ (তামিম ২৮, নাজিম ০, নাফীস ২১, নাঈম ২, সাকিব ৯৭, মুশফিক ১০, নাসির ৯৪, মাহমুদুল্লাহ ২, সোহাগ ৭, হাসান ৭*, রুবেল ১৪, বেস্ট ৬/৪০, পারমল ৩/৬৭, এডওয়ার্ডস ১/৯৫)
ওয়েস্ট ইন্ডিজ: ৬৪৮/৯ ডি. ও ৩০/০ (গেইল ২০*, পাওয়েল ৯*)
ম্যাচ সেরা: মারলন স্যামুয়েলস (ওয়েস্ট ইন্ডিজ)
সিরিজ সেরা: শিবনারায়ণ চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ)