চট্টগ্রামের বহদ্দারহাটের কাছে নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার ভেঙ্গে পড়ার ঘটনায় উদ্ধার কর্মীরা আরো ৫ জনের লাশ উদ্ধার করেছে। এই নিয়ে দুর্ঘটনার পর থেকে রবিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোট ১৫ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও রেডক্রস সোসাইটিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এখনো উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
নিহতদের বিস্তারিত পরিচয় জানা না গেলেও স্থানীয় সূত্রে ৬ জনের নাম পাওয়া গেছে। তারা হলো মো: জাহেদ, মোশাররফ হোসেন রাসেল, বখতেয়ার মুন্না, মো. মফিজ, সাজ্জাদ হোসেন ও শাহাবুদ্দিন।
চান্দাগাঁও থানার ওসি বাবুল বণিক জানান, এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। তিনি জানান, গভীর রাতে নৌবাহিনীর ডুবুরি দল ও সেনাবাহিনী পৃথকভাবে পুকুর এবং ফ্লাইওভারের গার্ডারের নীচ থেকে কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়।
পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ৩ জনের মৃত্যু হয়। ভোরে উদ্ধার করা হয় ৪ জনের লাশ। তবে চট্টগ্রাম জেলা প্রশাসক আবদুল মান্নান ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল আলম জাস্ট নিউজকে জানান, রাতে গুরুতর আহত অবস্থায় ২৪ জনকে চমেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে। বাকিরা বিভিন্ন ওর্য়াডে ভর্তি রয়েছে।
দুর্ঘটনায় গুরুতর আহত অনেককে নগরীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছেন উদ্ধার কর্মীরা।
উল্লেখ্য শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহানগরীর বহদ্দারহাটের অদূরে খাজা রোডে মোড়ে নির্মাণাধীন ফ্লাইওভারের ৩টি গার্ডার ভেঙ্গে পড়ে সড়কের পার্শ্বে এবং পুকুরে। এতে অসংখ্য মানুষ চাপা পড়ে। এ ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ফ্লাইওভার নির্মাণ সামগ্রীতে আগুন ধরিয়ে দিলে পুলিশের সাথে জনতার সংর্ঘষ বেঁধে যায়।
জনতা রাতে বহদ্দারহাট মোড়ে অবস্থিত পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। এসময় পুলিশ ক্যাম্পের সামনে থাকা ১১টি মোটর সাইকেল ও একটি এ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়। পুড়ে যাওয়া ২টি মোটর সাইকেল চট্টগ্রামে দুই সাংবাদিক প্রথম আলোর হামিদ উল্লাহ ও বিডি নিউজের মিন্টু চৌধুরীর।
ভাংচুর করা হয় একটি বেসরকারী টেলিভিশনের গাড়িও। এদিকে পুলিশের সাথে সংর্ঘষ চলার সময় জনতা সিডিএর চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আব্দুস সালামের মালিকাধীন মিষ্টির দোকান ওয়ালফুড ভাংচুর করে। এসময় পুলিশ ব্যাপক কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্মাণাধীন ফ্লাইওভারটির ১৩০ ফুট দীর্ঘ কংক্রিটের গার্ডারটি ভেঙে পড়েছে দ্বিতীয় বাারের মতো। এর আগে চলতি বছরের ৩০ জুন শুক্রবার দুপুরে গার্ডারে একাংশ ধসে পড়েছিল।