ঢাকা, ৩ ডিসেম্বর : জামায়াতের ডাকা মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল মোকাবিলায় মাঠে থাকছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতারা।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে থেকে তারা জামায়াত-শিবির পিকেটারদের প্রতিহত করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
ঢাকা মহানগর আওয়ামী লীগের একটি সূত্র জানিয়েছে, রাজধানীতে জামায়াত-শিবির পিকেটারদের প্রতিহত করতে ১২৩টি শান্তিরক্ষা টিম কাজ করবে। প্রতিটি থানা, ওয়ার্ড ও মহল্লায় এরা পুলিশের সাথে কাজ করবে।
সূত্র আরো জানায়, সোমবার রাত থেকেই বিভিন্ন এলাকায় তারা হরতালবিরোধী মহড়া দেবে এবং সকালে যাতে কোনো এলাকায় মিছিল বের হতে না পরে সে জন্য রাজপথে অবস্থান নেবে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বিজয়ের মাসে শান্তিশৃঙ্খলাবিরোধী কোনো আন্দোলন সফল হতে দেয়া হবে না। শুধু বিজয় আনন্দ করবো আমরা।
মঙ্গলবার জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের খারাপ কাজ সবার জানা আছে। তাই জনগণ তাদের এই হরতালে সাড়া দেবে না। ক্ষমতাসীন দল হিসেবে সরকারকে সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব। তাই জামায়াতের নাশকতা ঠেকাতে সরকারকে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। সুতরাং মঙ্গলবার সকাল থেকে আমাদের রাস্তায় থাকার ঘোষণা না দিলেও ঘরে বসে তাদের নাশকতা সহ্য করবো না।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, যেখানেই জামায়াত সেখানেই প্রতিরোধ। ঘোষণার প্রয়োজন নেই।