ঢাকা, ৩ ডিসেম্বর : ১৮ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালে নৈতিক সমর্থন জানিয়েছে বিএনপি।
সোমবার রাত পৌনে ১০টায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বিবৃতিতে বলেন, দেশের প্রচলিত আইনে নিবন্ধিত রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর সমাবেশে বাধা দেয়ার প্রতিবাদে হরতাল কর্মসূচি যৌক্তিক এবং গণতান্ত্রিক।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জামায়াতের কর্মসূচি বানচালের জন্য পুলিশ বাহিনীর সাথে ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মাঠে নামানোর ন্যক্কারজনক ঘটনা দেশকে রাজনৈতিক সংঘাতের পথে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী জনগণ দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে গভীর শঙ্কিত। এ পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আহূত হরতাল কর্মসূচির প্রতি বিএনপি নৈতিক সমর্থন ঘোষণা করছে।