বার্তা৭১ডটকমঃ ৪৬ বছর হয়ে গেল সালমান খানের। এখনও বিয়ে করছেন না। বিয়ের প্রসঙ্গ এলেই এড়িয়ে যান বলিউডের এই টাইগার। বিয়ে নিয়ে কোনো কথা বলতে চান না। এমনকি তার সবচেয়ে ঘনিষ্ঠ দুই বন্ধু আমির ও সঞ্জয়কেও বিয়ের প্রসঙ্গে কিছু বলেন না। দুই বন্ধু কিছুদিন পরপরই সালমানকে বিয়ে নিয়ে খোঁচা মারেন, কিন্তু এই খোঁচাতে কি পরিমাণ ব্যথা পান তার ব্যারোমিটারের মাপ প্রকাশ পেল এবার। সম্প্রতি এক অনুষ্ঠানে সালমান খান বলেছেন এ জীবনে আর বিয়ে করার চিন্তাভাবনা নেই। একেবারে ব্যাচেলর জীবন যাপন করবেন তিনি। আর তার এই বাক্যে পরিবার, বন্ধুমহলসহ তার ভক্তরা হতাশ হয়ে পড়েন। পরিবারের কেউই তাকে বিয়ে নিয়ে প্রশ্ন করার সাহস পান না। কিন্তু দুই বন্ধু উত্তর না পাওয়া পর্যন্ত নাজেহাল অবস্থায় রেখেছেন সালমানকে। শেষ পর্যন্ত জানা যায় কারণ হলেন ঐশ্বরিয়া রাই। একমাত্র ঐশ্বরিয়াকে না পাওয়ার কারণেই এ জীবনে আর বিয়ে করবেন না এমনটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সালমান তার দুই বন্ধুকে এক বাক্যে বলেছেন, ‘সেদিন অজয়ের জায়গায় অভিষেক থাকলে হয়তো শতভাগ বাস্তব হতো।’ আর এই কথাতেই তার বন্ধুরা বুঝে নিয়েছেন ‘হাম দিল দে চুকে সানাম’ ছবির কথা। বাস্তবেও অ্যাশকে নিয়ে তার জীবনটা এমন। অনেক চেষ্টা করেও অ্যাশকে আপন করতে পারেননি বলিউডের এই টাইগার।