ঢাকা,বার্তা৭১ ডটকমঃ বিএনপি নেতা রফিকুল ইসলাম মজুমদারকে হত্যার প্রতিবাদে ৮ জানুয়ারি ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। মঙ্গলবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি আরও জানান, আগামী ১১ জানুয়ারি ১/১১ উপলক্ষে সারা দেশে কালো পতাকা উত্তোলন করবে বিএনপি। এছাড়া পূর্বঘোষিত সব কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শনিবার রাতে কুষ্টিয়ার কুমারখালী থেকে হাতকড়া পরানো অবস্থায় ঢাকার বিএনপি নেতা রফিকুল ইসলাম মজুমদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকার ৫৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।