ঢাকা, ০৬ জানুয়ারি, বার্তা৭১ ডটকমঃ: শারীরিক অসুস্থতার কারণে মহাজোট সরকারের চতুর্থ বর্ষপূর্তিতে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ স্থগিত করা হয়েছে। তিনি ‘ফ্লু’তে আক্রান্ত হয়েছেন বলে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আসিফ কবীর বার্তা ৭১ কে জানিয়েছেন।
এ কারণে পূর্বনির্ধারিত সব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে বলে তিনি জানান।
তিনি জানান, চার বছরে মহাজোট সরকারের কর্মকান্ড তুলে ধরে প্রধানমন্ত্রী শিগগিরই জাতির উদ্দেশে বক্তৃতা দেবেন।
তিনি আরো জানান, অসুস্থ থাকায় সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর একটি সাক্ষাৎকার কর্মসূচি পরিবর্তন করে সন্ধ্যা ৭টায় নেয়া হয়েছে। সকাল ১১টার খাদ্য মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী বৈঠকও স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, সরকারের বর্ষপূর্তি উপলক্ষে ২০১২ সালের ৫ জানুয়ারি, ২০১১ সালে ৬ জানুয়ারি এবং ২০১০ সালে ৬ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী।