বার্তা৭১ ডটকমঃ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নোয়াখালী আসছেন। তিনি মেডিকেল কলেজ হাসপাতাল, সুন্দলপুর গ্যাস ফিল্ড এবং নোয়াখালী পৌর ভবন উদ্বোধন করবেন। তিনি একই সঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত ১০ তলা একাডেমিক ভবনসহ বেশ কিছু স্থাপনার উদ্বোধনও করবেন। বিকেলে শহরের মাইজদী হাউজিং মাঠে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দীর্ঘ ১১ বছর পর এবং এবার সরকার গঠনের ৪ বছরের মাথায় প্রথমবারের মতো নোয়াখালী আসছেন প্রধানমন্ত্রী।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনকে ঘিরে পুরো জেলায় এখন সাজ সাজ রব বিরাজ করছে। তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো শহর। আর জনসভার জন্য প্রস্তুত হয়েছে শহরের হাউজিং মাঠ। প্রধানমন্ত্রীর এ সফরে নোয়াখালীর উন্নয়নে বেশ কিছু প্যাকেজ ঘোষণা ছাড়াও তাদের নানা দাবি-দাওয়া বাস্তবে রূপ নেবে বলে আশা করছে এলাকাবাসী।