সড়ক দুর্ঘটনায় ইংরেজি দৈনিক ইনডিপেন্ডেন্টের জ্যেষ্ঠ প্রতিবেদক বিভাস চন্দ্র সাহা এবং বরিশালের দৈনিক মতবাদের আলোকচিত্র সাংবাদিক শহিদুজ্জামানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তার প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী দুর্ঘটনার জন্য দায়ী বাস চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন এবং সড়ক দুর্ঘটনা এড়ানোর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
“প্রধানমন্ত্রী দুই সাংবাদিকের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন”, বলেন আজাদ।
শুক্রবার বিকেলে মোটরসাইকেলে করে ধানমণ্ডিতে ইনডিপেন্ডেন্ট কার্যালয়ে যাওয়ার পথে বাস চাপায় নিহত হন বিভাস চন্দ্র সাহা। এর আগে দুপুরে শাহবাগ এলাকায় বাস চাপায় নিহত হন বরিশালের দৈনিক মতবাদ পত্রিকার ফটো সাংবাদিক শহীদুজ্জামান টিটু।
সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ইকবাল সোবহান চৌধুরী ও মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক শাবান মাহমুদ পৃথক বিবৃতিতে বিভাস ও শহিদুজ্জামানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।